নিখোঁজের ০৯ দিন পর কিশোরী নোরার মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৯, ১৪:২২
যুক্তরাজ্য থেকে মালয়েশিয়ায় বেড়াতে আসা কিশোরী নোরা কুয়োইরিনের নিখোঁজের ০৯ দিন পর তার মরদেহ জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী নোরাকে তার বাবা-মা যুক্তরাজ্য থেকে মালয়েশিয়ায় বেড়ায়ে আসেন এবং একটি নিরিবিলি রিসোর্টে অবস্থান নেন। গত ৪ আগস্ট সকালে ঘুম থেকে উঠে নোরার বাবা দেখেন, নিজের কক্ষ থেকে নিখোঁজ হয়ে গেছে নোরা। এসময় নোরার ঘরের জানালা খোলা দেখতে পান তারা। নোরার পরিবারের দাবি, একা একা সে কোথাও যাতায়াত করত না।
এরপর নোরার খোঁজে ৩৫০ পুলিশ সদস্য গভীর জঙ্গলে অভিযান চালান। এসময় নোরাকে ফিরে পেতে তার বাবা-মা ১০ হাজার পাউন্ড পুরস্কারও ঘোষণা করেন।
মালয়েশিয়ার সহকারী পুলিশ প্রধান মাজলান মানসুরের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিসোর্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জঙ্গলের ভেতর এক পাহাড়ি ঝর্ণার কাছে নোরার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নোরার গায়ে কোন কাপড় ছিল না। তবে ঠিক কী কারণে নোরার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নোরার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।