চীনে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ২১ জন নিহত
প্রকাশ : ১২ আগস্ট ২০১৬, ০১:৪২
চীনের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
বৃহস্পতিবার (১১ অগাস্ট) কেন্দ্রীয় হুবেই প্রদেশের ডাংগইয়াং-এ বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
স্থানীয় কর্তৃপক্ষ কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ বলছে, প্লান্টের একটি পাইপে অত্যধিক চাপের কারণে ওই বিস্ফোরণ হয়েছে।
স্থানীয় অপর একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ২১ জন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছেছেন। এ ছাড়া ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
গণমাধ্যমে আরো জানানো হয়, বিদ্যুৎ উৎপাদন, কয়লা এবং পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য বিক্রির জন্য এই প্লাণ্টের অনুমোদন দেয়া হয়েছিল। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করায় চীনের শিল্প কারখানাগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটনা ঘটে থাকে। এই গ্রীষ্মের শুরুর দিকে চীনের উত্তরাঞ্চলের একটি প্লান্টের রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।