‘ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করতে চায় আমেরিকা’
প্রকাশ : ০২ মে ২০১৯, ১২:৫৮
রাশিয়ার হস্তক্ষেপের কারণে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশত্যাগ করেননি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে। ভেনিজুয়েলার বৈধ সরকারের বিরুদ্ধে ‘তথ্যযুদ্ধ’ চালানোর জন্য আমেরিকা যে কোনও ‘মিথ্যা খবর’ প্রচার করতেও দ্বিধা করছে না। মাদুরোর দেশত্যাগ সম্পর্কে পম্পেও’র সাম্প্রতিক বক্তব্য এমনই একটি কাজ যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এর আগে জাখারোভা জাতিসংঘ সাধারণে পরিষদের বৈঠকের অবকাশে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ভেনিজুয়েলার ব্যাপারে আমেরিকা যে নীতি গ্রহণ করেছে তা অত্যন্ত বিপজ্জনক এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ দেশটিকে শোচনীয় অবস্থায় নিয়ে যেতে পারে।
গত জানুয়ারি মাসে আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে গুয়াইদো এক জনসভায় নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার এ ঘোষণার পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করে। সর্বশেষ গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) গুয়াইদো ভেনিজুয়েলার মুষ্টিমেয় সেনা সদস্যকে ব্যবহার করে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন, যদিও মাদুরো সরকার তা কঠিনভাবে দমন করে।
সূত্র: পার্সটুডে