‘শান্তি আলোচনায় আফগান নারীদের অংশগ্রহণ নিশ্চিত করুন’

প্রকাশ : ৩০ মার্চ ২০১৯, ১৭:১৪

জাগরণীয়া ডেস্ক

তালেবানের সঙ্গে সন্ধিতে আফগান নারীদের অধিকার খর্ব হতে পারে এই আশঙ্কায় শান্তি বৈঠকে নারীদের  অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানিয়েছেন-অস্কারজয়ী হলিউড তারকা ও জাতিসংঘের শরণার্থী কর্মী অ্যাঞ্জেলিনা জোলি। 

স্থানীয় সময় ৩০ মার্চ (শুক্রবার) জাতিসংঘের শান্তিরক্ষা অধিবেশনের কার্যনির্বাহী বৈঠকে সচিব ও কূটনীতিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

জোলি বলেন, মার্কিন কর্মকর্তা ও আফগান তালেবান নেতাদের মধ্যে শান্তি বৈঠকে নারী অধিকারের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। যদি তা-ই হয়ে থাকে তবে তা আফগানিস্তান বা বিশ্বের কোথাও শান্তি বা স্থিতিশীলতা থাকতে পারে না। 

শান্তি সমঝোতায় নিজেদের অধিকার যাতে নিশ্চিত হয় সেজন্য সম্প্রতি আফগানিস্তানের হাজারো নারী জীবনের ঝুঁকি নিয়ে তাদের এবং তাদের সন্তানদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হন। 

এদিকে, শান্তি বৈঠকে আনুষ্ঠানিক বিবৃতিতে নারীদের প্রতি উদারনীতি রাখা হবে বলে মনে করছেন তালেবান নেতারা। অন্যদিকে, আফগানিস্তান পুনর্গঠনবিষয়ক মার্কিন বিশেষ মহাপরিদর্শকসংবিধান অনুযায়ি নারীর প্রতি অধিকার সংরক্ষণ করা হলে তা শান্তির পথ রুদ্ধ করবে।

জোলি ১৮ বছর ধরে জাতিসংঘ শরণার্থীবিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত