মেক্সিকো সীমান্তে দেয়াল: অর্থের যোগান দিচ্ছে পেন্টাগন
প্রকাশ : ২৬ মার্চ ২০১৯, ১৬:০৩
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অর্থের জোগান দিতে এগিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সময় ২৫ মার্চ (সোমবার) এই অর্থ অনুমোদন করার কথা জানান পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান। তিনি জানান, দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থসংস্থানের অংশ হিসেবে তিনি এক কোটি ডলার অনুমোদন দিয়েছেন।
অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টি ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। শুরু থেকেই এই পরিকল্পনার বিরোধীতা করে আসছে ডেমোক্রেটিক পার্টি। এরপর জরুরি অবস্থা জারি করে মেক্সিকো সীমান্তে ১৮ ফুট উঁচু ৫৭ মাইল দেয়াল গড়তে যাচ্ছেন ট্রাম্প। দেয়াল নির্মাণের জন্য সামরিক খাত থেকে অর্থ নেওয়া হতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল।