ত্রিপুরায় ‘নারী স্বীকৃতি ও নারী সম্মান -২০১৯’

প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৬:৩০

জাগরণীয়া ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশন আয়োজন করে ‘নারী স্বীকৃতি ও নারী সম্মান -২০১৯’ পুরস্কার বিতরণীর। নিজ নিজ ক্ষেত্রে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে মোট ৭ জন নারীকে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। 

৯ মার্চ (শনিবার) রাজধানীর মেলারমাঠ এলাকায় মহিলা কমিশনের সভাকক্ষে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্ত্রী নীতি দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী শান্তনা চাকমা, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণানী গোস্বামী, সমাজসেবী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা শিশু কল্যাণ কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা সফল নারীদের হাতে সম্মাননা তুলে দেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত