বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রীকে তিন তালাক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৫১
ভারতের উত্তরপ্রদেশের এটাহ এলাকায় বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি হওয়ায় স্ত্রীকে তিন তালাক দিয়েছেন এক স্বামী। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ভুক্তভুগী ঐ নারী জানান, ‘ঘটনার দিন অসুস্থ নানীকে দেখতে বাপের বাড়ি যেতে চাইলে স্বামী অনুমতি দেননি। শেষ পর্যন্ত আধা ঘন্টার কথা বলে স্বামীকে বুঝিয়ে বাপের বাড়িতে যাই। কিন্তু ফিরতে ১০ মিনিট দেরি হওয়ায় স্বামী তার ভাইয়ের মোবাইলে কল দিয়ে তিন তালাক দেয়। তার এ কাজে আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছি।’
এ ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘শ্বশুড়বাড়ির লোকেরা প্রায়ই তাকে মারধর করতো। এমনকি চাহিদামতো পণ মেটাতে না পারায় তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।’
এ বিষয়ে স্থানীয় থানার অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, মুসলিম ধর্মাবলম্বীদের স্ত্রীকে তাৎক্ষণিক তালাক দেয়ার বিধানকে দণ্ডনীয় অপরাধ বলে লোকসভায় একটি আইন পাসের কয়েক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটেছে।