‘যৌন নির্যাতিতা মৃত হলেও গণমাধ্যমে পরিচয় প্রকাশ নয়’
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:০১
যৌন নির্যাতনের শিকার যেকোনও নারীর পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
গত ১১ ডিসেম্বর (মঙ্গলবার) এ সম্পর্কিত বিশেষ কিছু নির্দেশনাসহ বিচারপতি মদন বি লকুর, এস আব্দুল নাজির এবং দীপক গুপ্তর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। খবর এনডিটিভি এর।
আদালতের নির্দেশনা অনুযায়ি, অভিভাবকের অনুমতি থাকলেও পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ ধর্ষণের শিকার নারীর পরিচয় প্রকাশ করতে পারবে না। গণমাধ্যম, আইন শৃঙ্খলাবাহিনী বা অন্য কোনও প্রতিষ্ঠান নির্যাতিতের পরিচয় যেন প্রকাশ না হয় সে বিষয়ে সতর্ক থাকবে। এমনকি নির্যাতিতা মৃত হলেও তার পরিচয় প্রকাশ করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসভায়ও আক্রান্তের কোন ছবি, নাম বা সংশ্লিষ্ট কোন পরিচয় প্রকাশ করা যাবে না।
২০১২ সালে দিল্লিতে আলোচিত চলন্ত বাসে গণধর্ষণের এক মামলার বিষয়ে ওই আবেদন করেছিলেন আইনজীবি স্যাক্সেনা। দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন।