দিল্লিতে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে সাংবাদিক আটক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১২
দিল্লির একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ঐ চ্যানেলের একটি বিভাগের প্রধানকে আটক করেছে দেশটির পুলিশ। খবর এনডিটিভি এর।
খবরে বলা হয়, গত ২ ডিসেম্বর (রবিবার) অভিযুক্তকে তার বাসভবন থেকে আটক করে পুলিশ।
এর আগে গত ২৯ নভেম্বর (বৃহস্পতিবার) পাঞ্জাবী বাঘ থানায় অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ঐ টেলিভিশন সাংবাদিক।
অভিযোগের বরাত দিয়ে পুলিশের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানান, অভিযুক্ত প্রথমে ঐ নারীর সাথে উগ্রভাবে কথা বলে হেনস্থা করতেন। বিভিন্ন সময় শরীরের ব্যক্তিগত অংশ স্পর্শ করতেন এবং অফিস কলিগদের সামনে অশ্লীল মন্তব্য করতেন। অভিযোগকারী ঐ নারী পরে তাকে এড়িয়ে চলার চেষ্টা করলে তাকে মেসেজে অশ্লীল মেসেজ দেয়া শুরু করেন এবং শারিরীক সম্পর্ক গড়ার জন্য চাপ দিতে শুরু করেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে ওই ব্যক্তি দুই/তিনবার যৌন নির্যাতন করেছেন। কথা না শুনলে, চাকরি কেড়ে নেয়ারও হুমকি দেন।
তিনি আরও বলেন, ঐ নারীর মোবাইল থেকে এরই মধ্যে সকল মেসেজ ্প্রমাণ হিসেবে সংগ্রহ করা হয়েছে। ঐ নারীর শারিরীক পরীক্ষার মাধ্যমে ধর্ষণের প্রমান মিলেছে।