সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার বিল পাশ করল তিউনিসিয়া

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ১৮:৩৩

জাগরণীয়া ডেস্ক

সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার রেখে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে বিল পাস করেছে তিউনেশিয়া।

স্থানীয় সময় ২৩ নভেম্বর (শুক্রবার) দেশটির মন্ত্রীসভা পরিষদ নতুন এই বিল পাস করে। এই বিলের মাধ্যমে নারী-পুরুষেরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সমান ভাগ পাবেন।

এ আইন নিয়ে দেশটির সংসদে দীর্ঘ আলোচনা চলে। শুরু থেকেই এই বিলের বিরোধীতা করে আসছিলেন কট্টরপন্থীরা। তাদের অভিযোগ, এই আইন ইসলামবিরোধী। তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়, স্বজনদের সম্মতিতে  কেউ চাইলে সম্পত্তির ভাগ ইসলাম মোতাবেক করতে পারবেন।

২০১৭ সালের আন্তর্জাতিক নারী দিবসে দেশটির প্রেসিডেন্ট প্রথমবারের মতো এই বিল তৈরি করার জন্য পরামর্শ দেন। সেই সাথে নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার জন্য স্বতন্ত্র স্বাধীনতা ও সমানাধিকার কমিটি গঠন করেন।

তিনি বলেন, তিউনিসিয়া সংবিধান দেশটির নাগরিকদের মতামতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়া নাগরিকদের সমানাধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার বিল পাস হলো দেশটিতে।

বিশ্লেষকদের মতে, নারীরা স্বাভাবিকভাবেই ধর্মীয় আইনের বিপরীতে গিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত