নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন নিপীড়নের ঘটনা ফাঁস

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১৩:১৯

জাগরণীয়া ডেস্ক
নরওয়ের ২৬ বছর বয়সী এক ফুটবল রেফারির বিরুদ্ধে তিনশ'র বেশি কিশোরকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে।
 
বিগত কয়েক বছর ধরে করা এই তদন্ত থেকে অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। এ ঘটনাকে নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারীর ঘটন হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
 
অভিযোগ থেকে জানা যায়, মূলত অন্তর্জালে নিজের পরিচয় লুকিয়ে মেয়ে সেজে ঐ কিশোরদের হেনস্থা করেছে অভিযুক্ত ঐ ব্যক্তি। কখনো স্যান্ড্রা কখনো হেনরিয়েটা সেজে বিভিন্ন চ্যাটিং ফোরামে আইডি খুলে কিশোরদের সাথে ঘনিষ্ঠ আলাপ গড়ে তুলতো ঐ ব্যক্তি। মূল টার্গেট ছিল নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের কিশোররা।
 
ঘনিষ্ঠ আলাপের এক পর্যায়ে ছেলেদেরকে প্ররোচিত করতো নিজেদের নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে। নগ্ন ছবি ও ভিডিও পাঠানোর জন্য সে কখনো কখনো এই কিশোরদেরকে অর্থের প্রলোভনও দেখাতো। ছেলেগুলোও পাঠাতো এবং এক পর্যায়ে সেগুলোকে জিম্মি করে আরও বেশি ছবি ও ভিডিও হাতিয়ে নিতো সে। শুধু তাই নয়, ভুয়া পরিচয়ে সে অনেক কিশোরদের সাথে চ্যাটিং এর পর ডেট এ যেতো এবং সেখানেও নগ্ন ভিডিওগুলোকে পুঁজি করে তাদেরকে ধর্ষণ করতো।
 
নরওয়ের সরকারী কৌঁসুলী গুরো হ্যানসন বুল জানিয়েছেন, যৌন হেনস্থার শিকার হওয়া বেশিরভাগের বয়স ৯ থেকে ২১ বছরের মধ্যে। অভিযুক্ত এই ব্যক্তি ১৬ হাজারের বেশি ভিডিও সংগ্রহ করেছে। তার বিরুদ্ধে ধর্ষণের যেসব অভিযোগ উঠেছে সেগুলোও নগ্ন ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করার ভয় দেখিয়ে করা হয়েছিল বলে বলা হচ্ছে।
 
অভিযুক্ত এই ব্যক্তির পক্ষে আইনজীবী গুনহিল্ড লেরাম বলছেন, তার মক্কেল আসলে একটা 'ডাবল লাইফ' বা 'দ্বৈত জীবন' কাটিয়েছে। তিনি অনলাইনে অবৈধ পন্থায় নিজের অস্তিত্ব জারী রাখার প্রতি আসক্ত ছিলেন।
 
অভিযুক্ত ব্যক্তি ২০১৬ সালে একবার গ্রেপ্তার হলেও পরে ছাড়া পেয়ে যায়। বর্তমানে সে দেশটির রাজধানী অসলোর একটি জেলে বন্দী রয়েছে বলে জানা গেছে।
 
সূত্র: বিবিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত