বোরকার বিরুদ্ধে সৌদি নারীদের অভিনব প্রতিবাদ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৮, ০১:৫৩
সৌদি নারীরা তাদের পর্দা করার জন্য বিশেষ পোশাক বোরকা আর পরতে চান না। তাই বোরকার বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ শুরু করেছেন। খবর দ্য গার্ডিয়ান এর।
খবরে বলা হয়, বোরকার বিরুদ্ধে তারা বোরকা উল্টো করে পরে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। হ্যাশট্যাগ ‘ইনসাইড-আউট আবায়া’ দিয়ে বেশ কয়েকজন নারী সোশ্যাল মিডিয়ায় উল্টো আবায়া পরা ছবি পোস্ট করছেন। অভিনব এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মী নোরা আব্দুল করিম। টুইটারে এক টুইট বার্তায় তিনি লিখেন, সৌদি নারীবাদীরা অনেক সৃজনশীল। তাই প্রতিবাদের এমন একটি ভাষা তারা বেছে নিয়েছেন।
সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে রক্ষণশীল সৌদি আরবে যে পরিবর্তনের ঢেউ লেগেছে, তারই অংশ হিসেবে সৌদি নারীদের জন্য উন্মুক্ত হয়েছে ড্রাইভিং ও স্টেডিয়ামে বসে খেলা দেখা। সৌদিতে বসেছে ফ্যাশন সো এর আসর।
গত মার্চ মাসে সৌদি যুবরাজ ঘোষণা দেন, দেশের নারীদের পোশাক আপাদমস্তক ঢাকা আবায়া বাধ্যতামূলক নয়। কিন্তু তার এই বক্তব্যের জেরে নারীদের পোশাকের ওপর বিধিনিষেধ শিথিল হয়নি। এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক নির্দেশনাও আসেনি।