নাইজারের প্রথম নারী সাংবাদিক মারিয়ামা কিতা মারা গেছেন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ১৯:০৪

জাগরণীয়া ডেস্ক

চলে গেছেন নাইজারের প্রথম নারী সাংবাদিক ও বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্ব মারিয়ামা কিতা। খবর এএফপি’র। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এ নারী সাংবাদিকের ঘনিষ্ঠ আত্মীয় ইব্রাহিম মুসা তার ফেসবুকে লিখেছেন, ‘আমরা এই মাত্র মারিয়ামা কিতার মৃত্যুর খবর পেয়েছি। তিনি ছিলেন নাইজারের সাংবাদিকতা জগতের মধ্যমণি।’

১৯৪৬ সালে নাইজারের রাজধানী নিয়ামিতে জন্মগ্রহণ করেন কিতা। কর্মজীবনে তিনি নাইজারের সরকারি বেতার কেন্দ্র ভোয়িক্স দু সাহেলের পরিচালক ছিলেন। সেখানে তিনি একজন সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। সুশীল সমাজের প্রতিনিধি কিতা কো-অর্ডিনেশন অব নাইজার উইমেন্স এনজিও’স এ্যান্ড অ্যাসোসিয়েশনের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৯৩ সালে পশ্চিম আফ্রিকার গণতান্রিক ভোটের পূর্বে সংবিধানকে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। 

২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি নাইজারের গণমাধ্যম আইন বিষয়ক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

যোগাযোগ মন্ত্রণালয়ের টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কিতা সোমবার তুরস্কে চিরবিদায় নিয়েছেন। স্থানীয় বিভিন্ন টেলিভিশন কেন্দ্র তার মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রচার করে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত