খাশোগি হত্যাকাণ্ড: তদন্তের জন্য তুরস্কে সিআইএ প্রধান
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ২২:২৯
জাগরণীয়া ডেস্ক
সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড তদন্তের জন্য তুরস্ক সফরে গেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল।
২৪ অক্টোবর (বুধবার) ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাসপেল গত ২২ অক্টোবর (সোমবার) আমেরিকা থেকে আংকারার উদ্দেশ্যে রওয়ানা হন। রইমধ্যে তিনি তুর্কি গোয়েন্দাদের কাছে থাকা অডিও রেকর্ড শুনেছেন।
এদিকে, এ ঘটনায় ট্রাম্প সরকার শুরু থেকেই সৌদিকে দায়ী করছে এবং অপরাধ প্রমাণিত হলে রিয়াদকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। খাশোগি হত্যাকাণ্ডের জন্য তুরস্কও সৌদি সরকারকে দায়ী করছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল এ ঘটনায় তদন্তে জড়িত হওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তুরস্কের কাছে থাকা প্রমাণাদির সঙ্গে জড়িত হলেন।