দিল্লিতে ভবন ধসে ৪ শিশুসহ নিহত ৫
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৮
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রায় ২০ বছর পুরনো একটি ভবন ধসে চার শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। খবর এনডিটিভি এর।
২৬ সেপ্টেম্বর (বুধবার) দিল্লির অশোক বিহার এলাকায় একটি তিনতলা ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় ১০ বছর বয়সী দুই ভাই ও ৪ বছর বয়সী এক ছেলে ও মেয়ে দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় নিহত হয়েছেন মুন্নী অপর এক নারী।
উত্তর দিল্লি সিটি কর্পোরেশনের একজন মুখপাত্র জানান, ভবনটি প্রায় ২০ বছরের পুরনো ছিল এবং ভবনটির কাঠামো ছিল খুবই দুর্বল। আহতদের স্থানীয় দ্বীপচাঁদ বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবরটি পাওয়ার সাথে সাথে দমকলকর্মীর ছয় সদস্য ঘটনাস্থলে ছুটে যায়। আশংকা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে কয়েকজনকে চাপা পড়ে থাকতে পারেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনীর দুটি দল উদ্ধারকাজ চালাচ্ছে।