‘রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি বাংলাদেশের হাতেই’

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৮, ১৪:২৮

জাগরণীয়া ডেস্ক

আমি মনে করি, কতো দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে চায়, সে বিষয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এ প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া কঠিন- বললেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। 

গত ২১ আগস্ট (মঙ্গলবার) সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তার এমন বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ফের বাংলাদেশের উপর চাপিয়ে দিলেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি বাংলাদেশের উপর নির্ভর করছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বাংলাদেশের। আমরা তো কেবল সীমান্তে স্বাগত জানাতে পারি।

উল্লেখ্য, কয়েক প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করে আসলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে না মিয়ানমার। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন ও দমনপীড়ন চালায় দেশটির সেনাবাহিনী। এতে জীবন বাঁচাতে ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিষয়টিকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত