গাজায় বিমান হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ৩
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৩:২৫
জাগরণীয়া ডেস্ক
ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরায়েলের বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা, তার দেড় বছর বয়সী কন্যাসহ তিনজন প্রাণ হারিয়েছেন। ৮ আগস্ট (বুধবার) ইসরায়েলের বিমা হামলার পর এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলার আগে গাজার ভূখণ্ড থেকে রকেট হামলার অভিযোগ তোলে তেলআবিব। ওই রকেট হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে দাবি করে ইসরায়েলি কর্তৃপক্ষ।
জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পাল্টা হামলায় গাজার জাফরওয়ারিতে ২৩ বছর বয়সী অন্তঃসত্ত্বা এনাস খামমাস ও তার ১৮ মাস বয়সী মেয়ে নিহত হন। এনাস খামমাসের স্বামীও আহত হয়েছেন। অপরদিকে রকেট হামলার পেছনে জড়িত হামাসের একজন সদস্যও নিহত হয়েছেন।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যের জাতিসংঘ দূত নিকোলেয় ম্লাদিনোভ গাজায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন।