অপহরণ করে শিশুকে বিয়ে, কারাগারে ধর্মীয় নেতা

প্রকাশ : ৩০ জুলাই ২০১৬, ২৩:৩১

জাগরণীয়া ডেস্ক

ছয় বছরের এক শিশুকে অপহরণ করে বিয়ে করার অভিযোগে ৬০ বছর বয়সী এক ইসলামী নেতাকে কারাগারে প্রেরণ আইনশৃঙ্খলা বাহিনী। আফগানিস্তানের ঘোর প্রদেশের মধ্যাঞ্চলে শুক্রবার (২৯ জুলাই) এ ঘটনা ঘটে।

দেশটির ঘোর প্রদেশে ১৪ বছরের এক অন্তঃসত্ত্বা কিশোরীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় এর মধ্যে একদিন পরেই এই ঘটনা ঘটল।

কর্তৃপক্ষ জানায়, হেরাত প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে শিশুটিকে অপহরণ করা হয় বলে শিশুটির পরিবার জানিয়েছে।

তবে মোহাম্মদ করিম নামে ঐ ধর্মীয় নেতা দাবি করেছেন, ওই শিশুটির মা-বাবা ‘ধর্মীয় উৎসর্গ’ হিসেবে শিশুটিকে তার হাতে তুলে দিয়েছেন। শিশুটির বাবা মায়ের সম্মতিতেই রমজান মাসে ৩০/৪০ জন মানুষের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয় বলে দাবি করেছেন তিনি। 

তার এ কথা শুনে শিশুটির পরিবার প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে। একইসাথে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথাও অস্বীকার করেছেন তারা।

ঘোর প্রদেশের নারী-বিষয়ক অধিদপ্তরের প্রধান মাসুম আনওয়ারি বলেন, শিশুটি কথা বলতে পারছে না। শুধু একটি কথাই বারবার বলছে, ‘ওই লোকটাকে আমি ভয় পাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত