‘রাইজ এন্ড রোওর ফর হিলারি’ গাইলেন কেটি (ভিডিও)

প্রকাশ : ২৯ জুলাই ২০১৬, ১১:৫৯

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় চলছে ডেমোক্রেট দলের কনভেনশন। এই কনভেনশনে সবার দৃষ্টি নিবদ্ধ প্রেসিডেন্ট পদে দলের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার দিকেই। হিলারি ক্লিনটনই তাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। 

ডেমোক্রেট দলের সব রথী-মহারথীদের এই মিলনমেলায় অংশ নিয়ে পার্টির ন্যাশনাল কনভেনশনের মঞ্চে হার্টথ্রব পপ তারকা কেটি পেরি গাইলেন, ‘ডোন্ট বি সারপ্রাইজ, সি ইউজ টু রাইজ’ আর ‘লেটস রোওর ফর হিলারি’।

শুধু তাই নয় কেটি পেরি ঘোষণাও দিয়েছেন তিনি হিলারি ক্লিনটনকেই ভোট দেবেন বলে।

কেটি বলেন, ‘সেই আইওয়া থেকেই আমি হিলারিকে ভোট দিয়ে আসছি। আর আপনারা কেনো তাকে ভোট দেবেন, তা বুঝতে হলে ভিজিট করুন হিলারিক্লিনটন.কম।’

 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত