জনসম্মুখে নারীদের নেকাব নিষিদ্ধ করল ডেনমার্ক

প্রকাশ : ০১ জুন ২০১৮, ২০:৫৫

জাগরণীয়া ডেস্ক

মুসলিম নারীদের জনসম্মুখে নেকাব পরা নিষিদ্ধ করেছে ডেনমার্ক। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ডেনমার্কে নেকাব নিষিদ্ধের বিল আনার প্রস্তাব দেওয়ার পর এটি পার্লামেন্টে উত্থাপন করেছিল সরকার।

৩১ মে (বৃহস্পতিবার) পার্লামেন্টের ভোটে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।  পাশ হওয়া বিলটিতে বলা হয়, জনসম্মুখে নারীদের মুখমণ্ডল ঢেকে চলাফেরা করা ড্যানিশ সমাজের প্রচলিত মূল্যবোধের পরিপন্থি।

আগামী ১ অগাস্ট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

তবে বিরোধীরা বলছে, এতে করে নারীদের নিজেদের পছন্দমত পোশাক পরার অধিকার ক্ষুন্ন করা হচ্ছে।

ডেনমার্কের বিচারমন্ত্রী বলেছেন, যেসব নারী আইন ভঙ্গ করবেন তাদেরকে নেকাব সরাতে বলা হবে না। তবে জরিমানা করা হবে এবং বাড়ি ফিরে যেতে বলা হবে। জরিমানা হতে পারে ১ হাজার ড্যানিশ ক্রোন থেকে ১০ হাজার ক্রোন পর্যন্ত।

ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, বুলগেরিয়া এবং জার্মানিও জনসমক্ষে নারীদের মুখঢাকা পর্দাপ্রথা নিষিদ্ধ করেছে। এখন ডেনমার্কও এ মুখঢাকা পর্দাপ্রথা নিষিদ্ধ করলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত