জাপানে ৫.৪ মাত্রার ভূমিকম্প
প্রকাশ : ২৮ জুলাই ২০১৬, ০৪:১৫
জাগরণীয়া ডেস্ক
জাপানে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৪। প্রাথমিক অবস্থায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টা ৪৭মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের ফুনাইশিকাওয়া থেকে ৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ৪৬.৭ কিলোমিটার গভীরে।
0Shares