বিমানে যৌন হয়রানি, 'নো ফ্লাই'-এ অন্তর্ভুক্তির প্রস্তাব
প্রকাশ : ২৮ মার্চ ২০১৮, ১৬:০১
জাগরণীয়া ডেস্ক
ভারতের ভিস্তারার একটি ফ্লাইটে কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগে এক বৃদ্ধ যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ঐ যাত্রীর অপরাধের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে অভিযুক্তের নাম 'নো ফ্লাই' তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে।
ভিস্তারার মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, গত ২৪ মার্চ লখনৌ থেকে দিল্লিগামী UK 997 ফ্লাইটের একজন কেবিন ক্রুকে যৌন হয়রানি করে ৬২ বছরের বৃদ্ধ। অভিযুক্ত ঐ যাত্রী নানাভাবে ঐ বিমানকর্মীকে নিগ্রহ করেন আবং আপত্তিকর স্পর্শ করেন। এ বিষয়ে ঐ বিমানকর্মী সিনিয়রদের অবহিত করেন। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রীও সাক্ষী রয়েছেন।
এদিকে, ঘটনায় পর পরই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন ভিস্তারা কর্তৃপক্ষ, শুরু হয়েছে তদন্ত। গত ২৪ মার্চ (শনিবার) ঐ বৃদ্ধকে ভারতের পুনে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।