সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যা, গ্রেপ্তার ১

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৯:৫৫

জাগরণীয়া ডেস্ক

ভারতে বিশিষ্ট নারী সাংবাদিককে হত্যার ঘটনায় পুলিশ এক হিন্দু নেতাকে গ্রেপ্তার করেছে। আর এ ঘটনায় পুলিশ এই প্রথমবারের মতো কাউকে গ্রেপ্তার করলো। গত বছর এ নারী সাংবাদিককে হত্যার পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়।

হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির কট্টর সমালোচক ৫৫ বছর বয়সী সাংবাদিক গৌরি লঙ্কেশকে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। বন্দুকধারীরা হেলমেট পরা ছিল এবং তারা মটরসাইকেলে করে এসেছিল।

৩ মার্চ (শনিবার) পুলিশের এক কর্মকর্তা জানান, এ হত্যা মামলা তদন্ত করা বিশেষ তদন্ত দল ১ মার্চ (শুক্রবার) কে.টি. নবীন কুমার নামের এক হিন্দু নেতাকে গ্রেপ্তার করেছে। লঙ্কেশকে হত্যায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

অবৈধ অস্ত্র রাখায় অস্ত্র আইনে বেঙ্গালুর পুলিশ এরআগেও কুমারকে গ্রেপ্তার করেছিল। ওই পুলিশ কর্মকর্তা জানান, বিশেষ তদন্ত দল তাকে এখন তাদের নিরাপত্তা হেফাজতে রেখেছে।

উল্লেখ্য, লঙ্কেশ ভারতে শীর্ষ স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন।

সূত্র: সিনহুয়া

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত