টেক্সাসে গুলি: নারী ও শিশুসহ নিহত ৪
প্রকাশ : ২৪ জুলাই ২০১৬, ১৩:১৩
জাগরণীয়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্যাসট্রপ শহরের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু। এ ঘটনায় হামলাকারীও নিহত হন।
রোববার (২৪ জুলাই) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে হামলাকারী মারা গেছে এবং সে এখন আর কারো জন্য হুমকিজনক নয়।
প্রাথমিকভাবে জানানো হয়, হামলাকারী আত্মহত্যা করেছে। কিন্তু পরবর্তীতে পুলিশ জানায়, হামলাকারী মারা গেছে। আমরা তদন্ত শেষে আপনাদের জানাতে পারব, কিভাবে সে মারা গেছে।
সূত্র: স্টেটসম্যান