প্রাগে হোটেলে আগুন, ৩ নারীর মৃত্যু
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ২৩:১৩
জাগরণীয়া ডেস্ক
প্রাগের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মৃতের মধ্যে তিনজনই নারী। এর মধ্যে একজন দক্ষিণ কোরিয়ান আর দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। মৃত অন্য একজন জার্মান পুরুষ।
বিবিসি জানায়, গত ২০ জানুয়ারি (শনিবার) চেক রিপাবলিকের রাজধানী প্রাগের ভিলতাভা নদীর কাছে অবস্থিত ইউরোস্টারস ডেভিড হোটেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় হোটেল থেকে প্রায় ৪০ জনকে বের করে আনে দেশটির জরুরী দমকল বাহিনি। এর মধ্যে আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করা হয়।
দেশটির জরুরি চিকিৎসা সেবা কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক ছিল। এরই মধ্যে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।
ঠিক কী কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
0Shares