স্বামীকে খুন, আটক প্রেমিক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ০১:৩৬
জাগরণীয়া ডেস্ক
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতে বারাসত থানার বনগাঁর ফুলতলা কলোনিতে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ঐ স্ত্রীর প্রেমিককে আটক করেছে পুলিশ।
ফুলতলা কলোনির বাসিন্দা পেশায় ট্যাক্সি চালক শুভঙ্করের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় পম্পা নামে এক যুবতীর। বিয়ের কয়েক বছরের মধ্যে ওই দম্পতির এক কন্যা সন্তানের জন্ম হয়। শুভঙ্করের পরিবারের অভিযোগ, এর মধ্যেই তমাল নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে পম্পার। আর সে কারণেই গলায় ফাঁস লাগিয়ে শুভঙ্করকে খুন করে পম্পা।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্ত্রী পম্পা। ঘটনার তদন্ত করছে বারাসত থানার পুলিশ।
0Shares