ভারত সফরে যাচ্ছেন সু চি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৮, ১৬:৪০

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর এই প্রথম তিনি ভারতে যাচ্ছেন। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দিল্লিতে আশিয়ান-ভারতের শীর্ষ সম্মেলনে ১০ রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। এর মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিও রয়েছেন।

আশিয়ান-ভারতের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার দিল্লিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রীতি সারণ সাংবাদিকদের এসব তথ্য জানান।

ভারত সরকার ইতিমধ্যেই মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করেছে। এ বিষয়ে সু চির সঙ্গে আলাপ হতে পারে বলে সরকারি সূত্রে বলা হয়েছে।

সচিব বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চায় ভারত সরকার।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত