পাকিস্তানে ভবন ধসে শিশুসহ নিহত ৬

প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৮, ২৩:৩১

জাগরণীয়া ডেস্ক

পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি হাসপাতাল ভবনের একাংশ ধসে নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। 

১ জানুয়ারি (সোমবার) আসফানদিয়ার বোখারি হাসপাতালে এই ধসের ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, সিলিন্ডার বিস্ফোরণে ওই ভবনে ধসের ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অ্যাবোটাবাদের ডেপুটি কমিশনার রানা আকবর হায়াত জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত