সম লিঙ্গের বিয়ের বৈধতা দিচ্ছে অস্ট্রেলিয়া
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৭, ০১:২৯
জাগরণীয়া ডেস্ক
সম লিঙ্গের মধ্যে বিয়ের বৈধতা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ০৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশটির সংসদীয় প্রতিনিধি পরিষদ এ সংক্রান্ত একটি বিল পাস করেছে। গত সপ্তাহে সিনেটেও বিলটি পাস হয়েছে।
খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদে উত্থাপিত হওয়ার পর ১০০ জনের বেশি সংসদ সদস্য বিলের বিষয়টি নিয়ে কথা বলেন। বেশির ভাগ সংসদ সদস্য বিলে বিয়ে আইন পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তন্মধ্যে অনেকেই নিজেদের ব্যক্তিগত কাহিনী তুলে ধরেও এ বিলের পক্ষ সমর্থন জানিয়েছেন।
বিলটি পাসের পর সংসদে অনেক সংসদ সদস্য আবেগাপ্লুত হয়ে উল্লাসে ফেটে পড়েন।
আইন প্রণেতারা আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যেই বিলটি অনুমোদন পাবে এবং আনুষ্ঠানিকভাবে এটি আইনে পরিণত হবে।