কোটিপতি হানিপ্রীতের আইনজীবী রাখার টাকা নেই

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৮

জাগরণীয়া ডেস্ক

ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত অর্থাভাবে আছেন। এ কারণে মামলা লড়তে আইনজীবী রাখতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। হরিয়ানার রোহতাক কারাগার কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে তিনি এসব লিখেছেন।

চিঠিতে হানিপ্রীত জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার কাছে কোনো টাকা-পয়সা নেই। এ কারণে তিনি মামলা লড়তে আইনজীবী নিয়োগ দিতে পারছেন না। তার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রেখেছেন তদন্ত কর্মকর্তারা। তাই তিনি কোনো অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে পারছেন না।

কারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে তিনি লিখেছেন, তাকে যেন ওই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া হয়। তাহলে তিনি মামলা লড়তে আদালতে আইনজীবী নিয়োগ করতে পারবেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট হানিপ্রীতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৩ অক্টোবর চণ্ডীগড় থেকে হানিপ্রীতকে গ্রেপ্তার করা হয়। হানিপ্রীতসহ ১৪ জনের বিরুদ্ধে গত ২৯ নভেম্বর অভিযোগপত্র জমা দিয়েছে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্ত দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত