ভারতে ১২ বছরের নিচের শিশু ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৭, ২২:৫১

জাগরণীয়া ডেস্ক

ভারতে ১২ বছর বা এর কম বয়সের কোনো শিশুকে ধর্ষণ করলে এখন থেকে সাজা হিসেবে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

৪ ডিসেম্বর (সোমবার) ভারতে মধ্যপ্রদেশের বিধানসভায় এ–সংক্রান্ত একটি বিল পাস হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশ বিধানসভায় আজ সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়েছে। এখন তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, যারা শিশু ধর্ষণ করে, তারা মানুষ নয়, তারা পিশাচ। তাই তাদের বেঁচে থাকারও কোনো অধিকার নেই। এছাড়া কেউ কোনো মেয়েকে বারবার উত্ত্যক্ত করলে তা নতুন আইনে জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর অপরাধীর শাস্তি হবেই।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে কোচিং থেকে ফেরার সময় এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পরেই ধর্ষণ রোধে নতুন এই বিল পাস করল রাজ্য সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত