প্রথমবারের মতো সৌদি আরবে নারীদের কনসার্ট
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:১০
সৌদি আরবের জাতীয় দিবসে প্রথমবারের মতো কনসার্টে অংশ নিলেন দেশটির নারীরা। রক্ষণশীলতার দেয়াল টপকে উপভোগ করলেন কনসার্ট, লোকনৃত্য ও আতশবাজির ঝলকানি।
সম্প্রতি আয়োজিত এ কনসার্ট উপভোগ করতে আসা দর্শকদের সবাই ছিলেন নারী।
সংযুক্ত আরব আমিরাতের ৪৬তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে কনসার্টটির আয়োজন করে সৌদির জেনারেল এন্টারটেইনম্যান্ট অথরিটি। এতে সবচেয়ে বেশি নজর কাড়েন সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত শিল্পী বালকিস আহমেদ ফাতহি।
জেদ্দার হিলটন হোটেলে ২৯ নভেম্বর (বুধবার) কনসার্টটির আয়োজন করা হয়। দর্শকদের মধ্যে বালকিসের নারী ভক্তদের সংখ্যাই ছিল বেশি। সৌদির জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় কনসার্ট। এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শিল্পীরা নিজেদের গানের পাশাপাশি আরব অঞ্চলের ঐতিহ্যবাহী গানগুলোও গেয়ে শোনান।
কনসার্টটির আয়োজক সংস্থার মালিক গাদা ঘাজ্জাভি বলেন, প্রায় ৩০০০ টিকেট বিক্রি হয়েছিল। টিকেটের দাম ছিল ৩০০ থেকে ২৫০০ সৌদি রিয়ালের মধ্যে।