ভারতে ট্রান্সজেন্ডারদের জন্য ওয়েবসাইট চালু
প্রকাশ : ১৬ জুলাই ২০১৬, ১৮:১৩
ভারতে প্রথমবার ট্রান্সজেন্ডারদের জন্য ওয়েবসাইট চালু হল। এই সম্প্রদায়কে সমর্থন করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই ওয়েবসাইটটি চালু করার উদ্যোগ নিয়েছেন ৩৩ বছর বয়সী ম্যাঙ্গোলোরবাসী নেইসারা রাই। তিনি নিজেও একজন ট্রান্সজেন্ডার।
রাই বলেছেন, সারা ভারতের ট্রান্সজেন্ডারদের জন্য এটা একটা বিশেষ উদ্যোগ। এই ওয়েবসাইটটার ফলে এরা পাবে একটা ফোরাম। তাছাড়া তাঁরা যে প্রতিনিয়ত সমাজে বৈষম্যের শিকার হচ্ছেন, এর ফলে কিছুটা হলেও সেটা লঘু হবে বলেই তাঁর মত। এমনকি পরিবারেও তাঁদের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করছেন রাই।
রাই দাবি করেন, ভারতে ৩০ লক্ষ ট্রান্সজেনডার মানুষ বসবাস করেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পাঁচ লক্ষেই আটকে আছেন তাঁরা।
তিনি আরও জানিয়েছেন, তাঁরা যেধরনের জীবন-যাপন করেন, সমাজে যেভাবে তাদের বাঁচতে হয়, এই ধরনের উদ্যোগে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। সাধারণ জনগণেরও তাদের প্রতি ধারণার পরিবর্তন হবে।
এই ওয়েবসাইটিতে ট্রান্সজেন্ডারদের জীবনের কাহিনী তুলে ধরা হবে। এমনকি যাদের বাড়িতে এই ধরনের মানুষ আছেন তাঁরাও তাদের অভিজ্ঞতার কথা এই ওয়েবসাইটটিতে লিখতে পারেন।
রাই-এর কথায় ‘এই ওয়েবসাইটটি হয়ে উঠবে একটি আলোচনার জায়গা যেখানে ‘আমরা-ওরা’ আমাদের মনের কথা বলতে পারব।’