দুর্নীতির অভিযোগে সৌদি আরবের রাজকুমারী আটক
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৭, ১৪:৫৫
জাগরণীয়া ডেস্ক
সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে এবার রিম নামে এক রাজকুমারীকে আটক করা হয়েছে। সম্প্রতি আটক হওয়া ধনকুবের প্রিন্স আল-ওয়ালদ বিন তালালের মেয়ে রিম।
৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাজকুমারী রিমকে আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সৌদি সূত্র আরাবি২১ অনলাইনকে জানিয়েছে, সৌদি রাজপরিবারে এই প্রথম কোনো নারী সদস্যকে আটক করা হলো।
প্রসঙ্গত, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান দেশটিতে কথিত দুর্নীতি-বিরোধী অভিযান শুরু করেছেন। গত ৪ নভেম্বর (শনিবার) হঠাৎ করেই কথিত দুর্নীতিবিরোধী কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। ওইদিন দেশটির ১১ জন প্রিন্স এবং বর্তমান ও সাবেক মন্ত্রীসহ মোট ৩০ জনকে আটক করা হয়।