সিডনিতে ক্লাশরুমে গাড়ি: দুই শিশুর মৃত্যু

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৭, ২৩:০৩

জাগরণীয়া ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ক্লাশরুমে ঢুকে পড়ে। এতে আট বছর বয়সী দুই শিশু প্রাণ হারিয়েছে।

৭ নভেম্বর (মঙ্গলবার) এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান পুলিশ একথা জানিয়ে বলেছে, একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ি সিডনির পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই স্কুলের কাঠের দেয়াল ভেঙ্গে ঢুকে পড়ে। ক্লাশে তখন ২৪ জন প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষক ছিল। 

গুরুতর আহত অবস্থায় পাঁচ শিশুকে হাসপাতালে নেয়া হলে সেখানে দু’জন মারা যায়। আহত আট বছর বয়সী দুই মেয়ে ও নয় বছর বয়সী অপর একটি মেয়ের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর ১৬ শিশু ও তাদের শিক্ষক সামান্য আহত হয়েছে।

নিউ সাউথ ওয়েলেসের পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্টুয়ার্ট স্মিথ বলেন, পুলিশ একে ইচ্ছাকৃতভাবে নয়, বরং দুর্ঘটনা হিসেবেই দেখছে।’ 

পুলিশ জানায়, গাড়িটির ৫২ বছর বয়সী নারী চালক এই ঘটনায় আহত হয়নি। তবে তদন্তের অংশ হিসেবে তার রক্ত ও প্রস্রাব পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত