অনাথাশ্রমে অগ্নিকাণ্ডে ৮ শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রকাশ : ১৪ জুলাই ২০১৬, ১৩:২৯
জাগরণীয়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার কাওয়াযুলু-নাতাল প্রদেশের উপকূলীয় শহর ডারবানে অবস্থিত একটি অনাথাশ্রমে অগ্নিকাণ্ডের অন্তত ৮ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রদেশটির জরুরি সার্ভিস সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
জরুরি সার্ভিস সূত্র জানায়, ডারবানের পারলকে অবস্থিত একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ৭ থেকে ৮ বছরের মধ্যে। এ সময় চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।