সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ১৫:০৫

জাগরণীয়া ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসি।

স্থানীয় সময় ১৪ অক্টোবর (শনিবার) এ বিস্ফোরণের ঘটানো ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোগাদিসুর সাফারি হোটেলের সামনে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক পার্ক করার সময় দূরনিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন আল-শাবাব প্রায়ই সেখানে হামলা চালায় বলে তাদেরকেই সন্দেহ করা হচ্ছে।

অন্যদিকে, একই দিনে মদিনা জেলায় একটি বোমা হামলায় আরও দু’জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত