সহজ হলো কানাডার নাগরিকত্ব নীতিমালা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ১৯:১৩
জাগরণীয়া ডেস্ক
১১ অক্টোবর (বুধবার) থেকে কানাডার নাগরিকত্ব আইনের নতুন নীতিমালা সহজ করা হয়েছে। ফলে কানাডায় পাঁচ বছরের মধ্যে তিন বছর অবস্থান করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে এবং পঞ্চান্ন বছর বয়সীদেরকে আর নাগরিকত্ব পরীক্ষা দিতে হবেনা।
বিগত কঞ্জারভেটিব পার্টির হারপার সরকার বিল সি-২৪ ধারা প্রয়োগ করে এই নাগরিকত্ব নীতিমালা কঠিন করেছিলো। বর্তমান লিবারেল সরকার তা শিথিল করলো।
এ প্রসঙ্গে মন্ত্রী সিটিজেন এবং ইমিগ্রেশন আহমেদ হোসেন গত সপ্তাহে ডেইলি টরন্টো স্টারকে বলেন, গত সরকার অপ্রয়োজনীয় বাঁধা তৈরি করে জাতিকে কষ্ট দিয়েছে।
উল্লেখ্য, আগে নাগরিকত্ব প্রার্থীদের ছয় বছরের মধ্যে চার বছর কানাডায় থাকা এবং ১৪ বছর থেকে ৬৪ বছর বয়সীদের ভাষাজ্ঞানসহ নাগরিকত্ব পরীক্ষা পাশের কঠোর বিধান ছিলো।