উবার চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মল্লিকার

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৭:৫৪

জাগরণীয়া ডেস্ক

উবারের এক চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন ভারতের কমেডি অভিনেত্রী মল্লিকা দুয়া।

সম্প্রতি তার সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনার বর্ণনা দিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে এবেলার এক প্রতিবেদনে বলা হয়।

ওই দিনের পুরো অভিজ্ঞতাটি বর্ণনা করে মল্লিকা জানিয়েছেন, কীভাবে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেয় ওই চালক। গাড়ি থেকেও নেমে যেতে বলেন তাকে। মল্লিকা রাজি হননি। এর পরই ওই চালক এলোমেলো গাড়ি চালাতে থাকেন বলে অভিযোগ করেছেন তিনি।

মল্লিকার ফেসবুকের পোস্ট থেকে জানা যায়, সম্প্রতি উবারে করে যাওয়ার সময়ে তিনি গাড়ির চালককে গাড়ির এসিটা বাড়াতে বলেন। তাতেই ভয়ঙ্কর রেগে যায় ওই চালক। সঙ্গে সঙ্গে সে খারাপ আচরণ করতে শুরু করে মল্লিকার সঙ্গে। তর্ক একসময় তুমুল উত্তেজনা ছড়াতে তাকে। এর পর মল্লিকাকে কুৎসিত ভাষায় গালাগাল দিতে থাকে চালকটি। হতভম্ব হয়ে যান মল্লিকা। তিনি গাড়ি থামাতে বললে গালাগালির মাত্রা আরও বাড়াতে থাকে ওই চালক।

মল্লিকা তার পোস্টে লেখেন, আমি গাড়ি কিনতে পারি। কিন্তু যাদের সেই সুযোগ নেই, তাদের কী হবে! তারা কেন এ ভাবে ঝুঁকি নিয়ে গাড়িতে উঠবেন!

পরে তিনি বলেন, উবার কর্তৃপক্ষ আমাকে নিশ্চিত করেছেন, তারা যথাযথ ব্যবস্থা নেবেন। তারা আমাকে জানিয়েছেন, তারা ওই চালককে বাতিল করে দিয়েছেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত