বিশ্ব জলাতঙ্ক দিবস আজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০০

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। একমাত্র জলাতঙ্ক প্রতিরোধে কাজ ও সচেতনতা সৃষ্টি নিয়ে বিশ্বব্যাপী একযোগে পালিত দিন। ব্যক্তি, গোষ্ঠী, সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে জলাতঙ্ক সম্পর্কিত সকল পদক্ষেপ ও কাজ সন্নিবেশনের এই দিনটিই একমাত্র সুযোগ।

২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস গ্লোব্যাল এলায়েন্স ফর র‍্যাবিস কন্ট্রোল দ্বারা স্বীকৃত যা জলাতঙ্ক ঝুঁকিতে থাকা সমূহ দেশে সাম্প্রদায়িক সচেতনতা বৃদ্ধি জোরদার করে। তথাপি বছর জুড়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে জলাতঙ্ক নিয়ন্ত্রণ কার্যাদি পূর্বাপর উপস্থাপনের মাইলফলক হিসেবে কাজ করে।  

সর্বশেষ জলাতঙ্ক নির্মূল বিশ্ব সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থা (OIE), খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং গ্লোব্যাল এলায়েন্স ফর র‍্যাবিস কন্ট্রোল (GARC) দ্বারা ২০৩০ সালের মধ্যেই কুকুরে সৃষ্ট জলাতঙ্কে বিশ্বব্যাপী মানুষের মৃত্যু সংখ্যা শূন্যতে নামিয়ে আনার সাধারণ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। তাই এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য জলাতঙ্কঃ ৩০ নাগাদ শুন্য (Rabies: Zero by 30). 

লেখক: রিসার্চ এসিস্ট্যান্ট, র‍্যাবিস ইন এশিয়া ফাউন্ডেশন- বাংলাদেশ 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত