মেক্সিকোর পর এবার ভানুয়াতু

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫২

জাগরণীয়া ডেস্ক

মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের রেশ কটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে কেঁপে উঠলো ভানুয়াতু। দেশটির প্রশান্ত মহাসাগরে এরোমাগো দ্বীপে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আজ ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এরোমাগোতে এই ভূমিকম্প অনুভূত হয়। এই দ্বীপটিতে প্রায় ২ হাজার মানুষের বসবাস। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে জানানো হয়, এই ভূমিকম্পে সুনামির কোনও আশঙ্কা করা হচ্ছে না। বিগত ২৪ ঘণ্টায় এটি চতুর্থ বড় ভূমিকম্প। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিলো মেক্সিকোতে। ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারিয়ছেন দুই শতাধিক মানুষ।

এর কিছুক্ষণ পরে নিউজিল্যান্ডে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। একইমাত্রার ভূমিকম্প আঘাত আনে জাপান উপকূলেও। এবার জানা গেল ভানুয়াতুর ভূমিকম্পের খবর।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত