রাখাইনে ত্রাণ প্রবেশে বাধা নেই: মিয়ানমার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৩

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমার সরকার জোর দিয়ে বলেছেন, রাখাইন রাজ্যে ত্রাণ কর্মীদের ঢুকতে বাধা দেয়া হচ্ছে না। তবে সেখানে জঙ্গিবিরোধী অভিযান চলায় নিরাপত্তা বিবেচনায় সেখানে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জাতিসংঘের তথ্য মতে, রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে তিন লাখ ৭০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।

মিয়ানমার সরকারের মুখপাত্র জাউ হতাই শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা কাউকেই (সেখানে প্রবশে) বাধা দিচ্ছি না। আমরা কোনো সংগঠনকে ওইসব এলাকায় ত্রাণ পাঠাতে বাধা দিচ্ছি না। তবে নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন সেখানে প্রবেশ সীমিত রাখায় ওইসব এলাকায় ঢোকা কঠিন হয়ে পড়েছে।

মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মিয়াত আইয়ে বলেন, এখন পর্যন্ত সংঘাতময় এলাকায় বিদেশি কোনো ত্রাণ সংস্থা প্রবেশ করেনি। তবে এ ধরণের কোনো সংস্থাকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে কিনা না এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি।

গত ২৫ অগাস্ট রাতে বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা চালায়। হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন নিহত হওয়ার পর থেকে রোহিঙ্গা গ্রামগুলোতে সেনা অভিযান শুরু হয়। প্রাণ বাঁচাতে এরই মধ্যে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত