প্রেমের কারণে পাকিস্তানে কিশোর-কিশোরীকে হত্যা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১

জাগরণীয়া ডেস্ক

প্রেমের জের ধরে বাড়ির লোকের অমতে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে ধরা পড়ায় পাকিস্তানে দুই কিশোর-কিশোরীকে বিদ্যুতায়িত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে প্রায় এক মাস আগের এ ঘটনা উঠে এসেছে। 

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বখন জান নামে ১৫ বছরের এক কিশোরী ও রেহমান নামে ১৭ বছরের এক কিশোরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোত্রের লোকেরা তাদের হত্যার নির্দেশ দেন। ওই দুই কিশোর-কিশোরীর বাবাসহ মোট চারজনকে হত্যা করা হয়েছে। তবে এখনও নির্দেশদাতা গোত্রপ্রধানের সন্ধান পায়নি পুলিশ। তার খোঁজ চালিয়ে যাচ্ছে।

পুলিশ কর্মকর্তা রাও আনোয়ার বলেছেন, ওই দুই কিশোর-কিশোরীর হাত, বুক এবং পায়ে বিদ্যুতায়িত হওয়ার চিহ্ন রয়েছে।

মৃত্যুর এক মাস পর এ দুই কিশোর-কিশোরীর মরদেহ কবর থেকে উত্তোলন করে আবার পরীক্ষাও করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষার্থে হত্যা বা অনার কিলিং এর কথা প্রায়ই শোনা গেলেও বিদ্যুতায়িত করে কাউকে হত্যার কথা খুব একটা শোনা যায় না।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, পকিস্তানে অনার কিলিংয়ে পরিমাণ দিনে দিনে বাড়ছে। আর এর শিকার বেশিরভাগই নারী।

পাকিস্তান মানবাধিকার কমিশনের হিসেবে ২০১৫ সালে পাকিস্তানে প্রায় ১১০০ নারী অনার কিলিংয়ে শিকার হয়েছেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত