সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছেন না সু চি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৯
রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র ভূমিকা নিয়ে বেশ সমালোচনা চলছে।
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে ১৩ সেপ্টেম্বর (বুধবার) এক জরুরী বৈঠকে বসতে যাচ্ছে। আর চলতি মাসেই সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
কিন্তু মিয়ানমার সরকারের মুখপাত্র জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না। তবে কী কারণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে থাকছেন না সে বিষয়ে কিছু জানাননি সরকারি মুখপাত্র।
মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানের প্রেক্ষাপটে অং সান সুচির ভূমিকা নিয়ে বেশ সমালোচনা চলছে। গত ২৫শে আগস্ট থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত প্রায় চার লাখের মতো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ইতোমধ্যেই এ অভিযানকে ‘পাঠ্যবইয়ে জাতিগত শুদ্ধি অভিযানের অন্যতম উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন। এমনকি সু চি’র সমালোচকেরা তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবিও তুলেছেন। যদিও মিয়ানমার সরকার সব অভিযোগ অস্বীকার করে বলছে রোহিঙ্গা সন্ত্রাসীদের আক্রমণের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।