ফ্লোরিডায় ইরমার আঘাত, নিহত ৩
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মূল ভূখণ্ডে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা আঘাত হেনেছে। ফ্লোরিডার নেপলস ও মার্কো ভূখণ্ডে ঘূর্ণিঝড়ের কারণে ১৫ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে বলে সতকর্তা জারি করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ইরমার আঘাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৩০ লাখ ৪০ হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং মিয়ামি শহর পানির নিচে তলিয়ে গেছে। ইরমা উত্তর দিকে মোড় নেওয়ার পর এ পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে তিনজনের মৃত্যু হয়েছে। ৬০ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরমার প্রভাবে ফ্লোরিডার পশ্চিমের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। তবে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে তিন থেকে দুই ক্যাটাগরিতে পর্যবসিত হবে বলেও বিবিসির খবরে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) বলেছে, ইরামার আঘাতে ফ্লোরিডা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যমান পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হ্যারিকেন মোকাবেলায় যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজ করছে সেগুলোর প্রশংসা করেন এবং শিগগির ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন বলেও জানান।
এর মধ্যে ক্যারিবীয় অঞ্চলে ইরমার আঘাতে কমপক্ষে ২৭ জন নিহত হয়। আহত হয় আরো বহু মানুষ।