ফ্রান্সে প্রতিবন্ধী কিশোরীকে খুবড়ে খেলো ইঁদুর

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩

জাগরণীয়া ডেস্ক

সারা শরীরে ইঁদুরের কামড়ের জখম নিয়ে ফরাসী এক প্রতিবন্ধী কিশোরী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। উত্তর ফ্রান্সের রুবে এলাকার ভাড়া বাড়ির মেঝেতে ঘুমিয়ে থাকার সময় একদল ইঁদুর ১৪ বছর বয়সী সামান্থাকে আক্রমণ করে বলে বিবিসি জানিয়েছে।

বিশেষজ্ঞ এক চিকিৎসকের বরাত দিয়ে ফ্রান্স ইনফো জানিয়েছে, মেয়েটির মুখে ৪৫টি, হাতে ১৫০টি এবং পায়ে ৩০টির মতো কামড়ের চিহ্ন মিলেছে।

সামান্থার বাবা জানান, তার মেয়ের কয়েকটি আঙ্গুলের ডগা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে চিকিৎসকরাও সেগুলো মেরামত করতে পারছেন না।

গত শনিবার বিছানায় একদলা রক্তের মধ্যে পড়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত মেয়েকে উদ্ধার করার কথাও জানান তিনি।

সামান্থার আরও দুই ভাইবোন আছে। রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন তিনি।

তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল, মেয়ের ব্রেন হেমারেজ হয়েছে এই চিন্তায় আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম, স্থানীয় কুরিয়ের-পিকার্ডকে এমনটাই বলেন সামান্থার বাবা।

এরই মধ্যে ভাড়া নেওয়া বাড়ির মালিকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন তিনি। ওই বাড়িটির কাছের ডাস্টবিনগুলোতে উপচে পড়া আবর্জনার উপস্থিতি পেয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোও।

সামান্থার পুরো পরিবার অন্য বাড়িতে উঠেছে; পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

চিকিৎসকরা জানান, তাদের পরীক্ষা-নিরীক্ষায় সামান্থার শরীরে জলাতঙ্কের উপস্থিতি পাওয়া যায়নি।

মানুষের ওপর ইঁদুরের হামলার ঘটনা বিরল, যদিও কখনো কখনো ক্ষুধার্ত ইঁদুরকে মানুষের মৃতদেহ খেতে দেখা গেছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত