সন্ত্রাস দমনে বাংলাদেশের সাথে কাজ করবে ভারত: সুষমা স্বরাজ
প্রকাশ : ০৯ জুলাই ২০১৬, ২২:২৫
ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বার্তা পাঠিয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর কাছে শুক্রবার (৮ জুলাই) পাঠানো এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নয়াদিল্লী সন্ত্রাস দমন এবং সহিংসতার হুমকি থেকে সমাজ রক্ষায় ঢাকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।
সুষমা স্বরাজ বলেন, শোকের এ সময়ে ভারত অবশ্যই বাংলাদেশের পাশে আছে। নয়াদিল্লী সন্ত্রাস দমন ও ঘৃণা, সহিসংতা এবং সন্ত্রাসের মতাদর্শগত হুমকি থেকে সমাজ রক্ষায় ঢাকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
সুষমা স্বরাজ সন্ত্রাস মোকাবেলায় সমন্বিত উদ্যোগ এবং একেবারে ছাড় না দেয়ার নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সন্ত্রাস দমনে সর্বস্তরে একেবারে ছাড় না দেয়ার নীতি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারীতে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় প্রাণহানিতে তিনি ব্যথিত হয়েছেন।
সুষমা স্বরাজ বলেন, ভারত সরকারের পক্ষ থেকে আমি এ হামলার তীব্র নিন্দা জানাই। যারা তাদের আপনজন হারিয়েছেন তাদের প্রতি আন্তরিক সমবেদনা ও শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
ভবিষ্যতে যেন এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে সে জন্যে গুলশান ক্যাফেতে যারা বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে কমান্ডো অভিযানের আগে সন্ত্রাসীরা ২০ জিম্মিকে নৃশংসভাবে হত্যা করে। এদের মধ্যে নয়জন ইতালীয়, সাত জাপানি, এক ভারতীয়, দুই বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক রয়েছেন।
এছাড়া জিম্মি উদ্ধারের চেষ্টাকালে গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম এবং বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন খান নিহত ও আরো ২৬ পুলিশ সদস্য আহত হয়। পরে সেনা নেতৃত্বাধীন কমান্ডো অভিযানে ছয় সন্ত্রাসী নিহত ও একজন জন ধরা পড়ে। অভিযানকালে নারী শিশুসহ ১৩ জিম্মিকে উদ্ধার করা হয়।
সূত্র: বাসস