ভারতে আবারো ট্রেন দুর্ঘটনা

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৭, ১৫:৪১

জাগরণীয়া ডেস্ক

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৩ আগস্ট (বুধবার) ভোররাত ২টা ৫০ মিনিটের রাজ্যের অরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি আবর্জনাবাহী গাড়ির সংঘর্ষে বগিগুলো লাইনচ্যুত হয়।

ভারতের নর্থ সেন্টাল রেলওয়ের (এনসিআর) মহাব্যবস্থাপক এম সি চৌহান জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উন্নয়ন কাজ চলছিল বলে জানিয়েছেন এনসিআর সংশ্লিষ্টরা।

এর আগে ১৯ আগস্ট (শনিবার) রাজ্যের মুজাফফরনগর জেলায় অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২২ জন নিহত ও ১৫৬ জন আহত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত