মালির জাতিসংঘ ঘাঁটিতে হামলা, নিহত ৯
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ২৩:২৭
জাতিসংঘ জানায়, মালির জাতিসংঘের দুটি ঘাঁটিতে ১৪ আগস্ট (সোমবার) বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হয়েছে। নিহতদের একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য, একজন মালির সৈনিক আর ছয়জন মালির নিরাপত্তাকর্মী ও একজন ঠিকাদার।
মালির জাতিসংঘ মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় মোপতির দৌয়েন্তজায় ওই দিন ভোরে এক হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য ও মালির একজন সৈন্য নিহত হয়।
জাতিসংঘ পৃথক বিবৃতি থেকে জানা যায়, কয়েক ঘণ্টা পর বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় ব্যক্তি মালির উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত তিম্বুকতুর জাতিসংঘ মিশনের শিবিরের প্রবেশ পথে হামলা চালায়। তারা জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচ নিরাপত্তা রক্ষী, এক পুলিশ ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হন। ঠিকাদারের পরিচয় জানা যায়নি।
অপরদিকে, তিম্বুকতুতে ছয়জন ও দৌয়েন্তজায় দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।