নাইজেরিয়ায় ১১ জনকে গুলি করে হত্যা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৭, ১৩:৪৮
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গির্জায় স্থানীয় দুই ব্যক্তির মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যপুলিশ প্রধান গারবা উমর।
৬ আগস্ট (রবিবার) সকালে আনামব্রা রাজ্যের ওজুবুলু এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
পুলিশের ধারণা, যে ব্যক্তিকে হত্যার জন্য বন্দুকধারীরা গির্জায় হামলা চালিয়েছিল, হামলার সময় তিনি সেখানে ছিলেন না তাই বেঁচে গিয়েছেন। তারা স্থানীয় এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করছিল বলে মনে করছে পুলিশ, তবে কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি।
সহিংসতার এই ঘটনা মাদক-পাচারের সঙ্গে সম্পর্কিত হতে পারে জানিয়ে উমর বলেন, তাদের টার্গেট গির্জায় আছে ভেবে বন্দুকধারীরা সেখানে এসেছিল, কিন্তু ঘটনাক্রমে তিনি সেখানে ছিলেন না।
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলটি খ্রিস্টান অধ্যুষিত এবং গির্জায় হামলার মতো সহিংসতা এখানে একটি বিরল ঘটনা।
আনামব্রা রাজ্যের গভর্নর উয়িলি ওবিয়ানো জানান, বিদেশে বসবাসকারী স্থানীয় সমাজের দুই ব্যক্তির মধ্যে বচসার জেরে হামলার এ ঘটনাটি ঘটেছে। ‘ঘৃণিত’ এই হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তিনি।